৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৮:০০
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে এক মাসের মধ্যে একই দোকানে দুইবার চুরি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক মাসের মধ্যে একই দোকানে পরপর দু’বার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এমন ঘটনায় ব্যবসায়ীরা বাজারের বনিক সমিতির নজরদারির অভাবকে দায়ী করেছেন।

গত ১৫ই নভেম্বর তারিখে বালুচর ইউনিয়নের বালুচর বাজারে হেফাজতে ইসলাম মোবাইল পয়েন্ট নামে দোকেন চুরি হয়।

দোকান মালিক মাহমুদুর রহমান জানান, ‘সে সময় তার ৪২টি দামী মোবাইল যার মূল্য প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ নিয়ে আমার দোকানে ৩ বার চুরির ঘটনা ঘটল। তবে বাজার বনিক সমিতির অনেক অবহেলা আছে বলে আমার ধারনা । ’

গত মঙ্গলবার দিবাগত রাতে ফের একই কায়দায় দোকানের টিনের চাল কেটে তাঁর দোকানে চুরি হয়। দোকান মালিক সকালে চুরির খবর পেয়ে দোকান গিয়ে দেখে দামী প্রায় ৩৫ টি মোবাইল সেট নেই ।

বাজার বনিক সমতির সভাপতি আমির হোসেন জানান, আমাদের বাজারে ১২শ দোকানের জন্য ৯ জন পাহাড়াদার রাখা হয়েছে । যে দোকানটিতে চুরি হয়েছে সেই দোকানের উপরের টিনের চাল কেটে চুরি হয়েছে হয়েছে। এই নিয়ে একই দোকানে ৩ বার চুরির ঘটনা ঘটল ।

সিরাজদিখান থানার এস আই সাদেক বলেন, আমি ঘটনাস্থলে আছি। ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলেছি, তদন্ত করে ব্যবস্থা নিব ।

error: দুঃখিত!