মুন্সিগঞ্জ, ১৮ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধার সমর্থনে মানুষ ও যানবাহন চলাচলের সেতুতে নির্বাচনী ক্যাম্প নির্মাণ করা হয়েছে ।
উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা সেতুর উপর বাঁশ বেঁধে সামিয়ানা টানিয়ে ওই ক্যাম্পটি নির্মাণ করা হয়।
উপজেলা নির্বাচনী আচরণবিধি ১২(৩) ধারায় বলা হয়েছে, কোন সড়ক কিংবা জনগণের চলাচল ও সাধারণ ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে নির্বাচনি ক্যাম্প বা অফিস স্থাপন করা যাবে না।
স্থানীয়রা জানান, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধার সমর্থক ওই এলাকার আব্দুর রাজ্জাক ও শেখ আব্দুল হক এ ক্যাম্প তৈরি করেন। এতে সেতু ব্যবহারকারী কামারকান্দা গ্রামের মানুষ বিড়ম্বনায় পড়েছেন। চলাচলে অসুবিধা হচ্ছে বিভিন্ন পণ্যবাহী যানবাহনকেও।
এ বিষয়ে আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আচরণ বিধি হয় কি না জানি না। তবে ক্যাম্পটি অস্থায়ী ছিল। সেতুর উপর তোলায় একটি পক্ষ আপত্তি করেছে। শনিবার দুপুরে প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে ক্যাম্পটি সরিয়ে নিতে বলেছে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, দুপুরের পরে আমাদের লোকজন ক্যাম্পটি ভেঙে দিয়েছে। যারা ক্যাম্পটি করেছে তাদের সতর্ক করা হয়েছে।