মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, সভার উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, ক্যাব সাধারান সম্পাদক নাছির উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, প্রশাসনের কর্মকর্তা সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
উপজেলা থানার রোডের যানজট, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে দিকে নির্দেশনামুলক আলোচনা হয়।