মুন্সিগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয়েছে।
আজ রোববার উপজেলার কেয়াইন ইউনিয়নের গাবের পাড়া গ্রামে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে একটি অভিযান চালানো হয়। এটি পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ।
উপজেলার গাবের পাড়া গ্রামের গাবের পাড়া মৌজার ১ নং খতিয়ানের ২৩৪ আর এস দাগের ১৮ শতাংশ সরকারী খাস জায়গা দীর্ঘদিন যাবৎ বেদখল থাকায় গতকাল সকাল ১০ টায় অভিযান চালিয়ে ৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৮ শতাংশ জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সার্ভেয়ার আবু হানিফ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, ‘সিরাজদিখানে যেসকল জায়গায় অবৈধ স্থাপনা আছে তা ধারাবাহিক ভাবে দখল মুক্ত করা হবে।’