১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:২৫
সিপাহীপাড়ায় মি. মিকি ও পেষ্ট্রি ল্যান্ডের শোরুমে অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় মি. মিকি ও পেষ্ট্রি ল্যান্ড কেকশপের শো-রুমে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

আজ সোমবার (১ মার্চ) সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ। এসময় একই এলাকার আরও দুটি মুদি দোকানেও অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানের সময় মি. মিকি ও পেষ্ট্রি ল্যান্ড কেকশপে গিয়ে দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি করা হচ্ছে এবং কেকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা নেই। দুইটি কেক শপকে এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, রাসেল স্টোর ও নূরুল হোক নামের মুদি দোকান দুইটিতে গিয়ে দেখা যায় মেয়াদোত্তীর্ণ খাদ্য পন্য বিক্রয়ের জন্য প্রদর্শন করা হচ্ছে ও পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। এসময় তাদের ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহায়তা করেন, ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

error: দুঃখিত!