সদর উপজেলার সিপাহীপাড়া চৌরাস্তার পাশে মুন্সিগঞ্জ জেলা পরিষদের জায়গায় দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে অবৈধ দোকানপাট নির্মাণ করা হলেও তা ঠেকাতে কোন উদ্যোগ নেয়নি প্রশাসন।
এমনকি খোদ জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করে দেওয়া যাত্রী ছাউনিটিও দখল করে একপাশে অস্থায়ী ফুলের ব্যবসা করে যাচ্ছে একটি মহল।
সরেজমিনে সিপাহীপাড়া চৌরাস্তায় গিয়ে জানা যায়, যাত্রী ছাউনি সহ এর পরের প্রায় ২০ শতাংশ জমির উপর একটার পর একটা অবৈধ দোকান নির্মাণ করে ব্যবসা করে যাচ্ছেন মুনাফালোভীরা। এসব জায়গায় রয়েছে খাবারের হোটেল, মুরগীর দোকান, ফুলের দোকান, লেপ-তোষাকের দোকান। তবে এসব দোকান কারা নির্মাণ করেছে বা দোকানদাররা কার কাছে ভাড়া পরিষোধ করেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
দোকানদাররা এসব বিষয়ে কোন তথ্য দিতে রাজি হননি।