কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানকে পাওয়া গেলো বলিউড সুপারস্টার সালমান খানের চরিত্রে। ‘এক থা টাইগার’ সিনেমার আদলের পোস্টারে সাকিবের ছবি! কি তবে বলিউডের রুপালী জগতে পা রাখলেন মি. অলরাউন্ডার?
না, তেমন কোন ঘটনা ঘটেনি। নাইট রাইডার্স দলের ক্রিকেটারদের নিয়ে আসন্ন অনুষ্ঠান ‘বলিউড নাইট’। যেখার প্রচারণার কাজে দেখা গেলো মজার এসব পোস্টার। সেখানেই সালমানের ‘এক থা টাইগারের’ মূল পোস্টারে লাগানো হয়েছে সাকিবের ছবি। অবশ্য নামেও রয়েছে পরিবর্তন। সাকিবের ওই পোস্টারে সাকিবকে বলা হয়েছে, ‘এক হ্যায় সাকিব’ অর্থাৎ ‘একজন সাকিব আছেন’।
মজার এই ছবিটি প্রকাশিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ভেরিফাইড ফেসবুক ফ্যানপেজেও।
শুধু সাকিবই নন। ক্যারিবিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলও রয়েছেন এই তালিকায়। জনপ্রিয় ছবি ‘বাহুবলী’র কাটাপ্পা চরিত্রের আদলে প্রকাশিত হয়েছে তার পোস্টার। যেখানে রাসেলকে বলা হয়েছে ‘আন্দ্রেবলি’। আর ক্রিস লিনকে বানানো হয়েছে ‘কৃশ’।