মুন্সিগঞ্জ, ১৪ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘বাংলাদেশ সারাবিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের সকল ধর্মের মানুষ মিলেমিশে পাশাপাশি বসবাস করছে। কিন্তু একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
গতকাল বুধবার (১৩ অক্টোবর) দিনব্যাপী শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সুরুজ মিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর প্রমুখ।