১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:১৫
সাম্প্রদায়িকতাবিরোধী লেখক মুক্তমনা শাহ্জাহান বাচ্চুর স্মরণে নীরবতা ও শোকসভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে নিহত লেখক, কবি, প্রকাশক ও রাজনীতিবিদ মুক্তমনা শাহ্জাহান বাচ্চুর স্মরণে নীরবতা পালন ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

লেখক শাহ্জাহান বাচ্চুর (৬৫) চতুর্থ হত্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার পূর্ব কাকালদি (শাহজাহান বাচ্চু চত্বরে) এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালের ১১ জুন শাহ্জাহান বাচ্চুকে এখানেই হত্যা করে দুবৃত্তরা।

এসময় শাহ্জাহান বাচ্চুর স্ত্রী লুৎফা আক্তার কাননের সভাপতিত্বে এবং অগ্রসর বিক্রমপুরের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভাগ্যকুল পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ কমিনিউস্ট পার্টি জেলা সদস্য সান্টু মহন্ত, চারুকলা ইনস্টিটিউট (চট্টগ্রাম) সদস্য জন মোহাম্মদ। শাহজাহান বাচ্চুর মেয়ে শাম্মী জাহান আঁচল ও ছেলে বিশাল জাহান। কাদের বাবুল, ফারুক হোসেন প্রমূখ।

দুর্বৃত্তের গুলিতে নিহত শাহ্জাহান বাচ্চু উপজেলার পশ্চিম কাকালদি গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। ২০১৮ সালের ১১ জুন সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি তিন রাস্তার মোড়ে একটি দোকানে চা খেয়ে সামনেই আরেকটি দোকানে যাচ্ছিলেন শাহ্জাহান বাচ্চু। ওই দোকানের সামনেই চারজন দুটি মোটর সাইকেলে হেলমেট পড়ে আসে। আশেপাশের স্থানীয়রা ভিড় করতে থাকলে তাদেরকে হুমকি দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পিস্তল বের করে শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করা হয়। মাটিতে পরে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। কাছাকাছি থেকে বুকের ডান পাশে তাকে এক রাউন্ড গুলি করা হয়। চারজনের হাতেই পিস্তল ছিলো।

উল্লেখ্য, শাহজাহান বাচ্চু বিশাখা প্রকাশনীর সত্ত্বাধিকারী ও মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। বাচ্চু আমাদের বিক্রমপুর নামের একটি অনিয়মিত সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। ফেসবুক ও ব্লগে সোচ্চার ছিলেন ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ২০১৮ সালের ২৮ জুন এই মামলার প্রধান আসামি আব্দুর রহমান সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচর এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তিনি ঢাকা বিভাগের জেএমবির সামরিক কমান্ডার ছিলেন। একই বছরের ৬ সেপ্টেম্বর জেএমবির বোমা কারিগর শামীম ওরফে কাকা (৪০) ও এখলাস (৩২) শ্রীনগর এলাকায় চেকপোস্টে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

error: দুঃখিত!