মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত মুন্সিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকার নুরে মুহাম্মাদিয়া মাদ্রাসায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, এ্যাডভোকেট গোলাম মাওলা তপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, মাকসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সিজু, দীন ইসলাম সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।