১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৪৪
সানির সেই কন্ডোম ভিডিও কি সত্যিই ধর্ষণের কারণ হতে পারে?
খবরটি শেয়ার করুন:

সানি লিওনের কন্ডোমের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত্ কি না  চলছে সেই বিতর্ক। সিপিআই নেতা অতুল কুমার আনজানের মতে এইসব বিজ্ঞাপনের কারণেই দেশে ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। এই ধরণের বিজ্ঞাপন দেখেই তরুণ সমাজ উত্তেজিত হচ্ছে, শরীরসর্বস্ব ভালবাসায় বিশ্বাসী হচ্ছে। তাই এই বিজ্ঞাপন নিষিদ্ধ করার কথা বলছেন এই বাম নেতা। কী রয়েছে সেই বিজ্ঞাপনে?

এখানেই উঠছে প্রশ্ন। কিছু সময়ের বিজ্ঞাপনের কি এত ক্ষমতা যে ধর্ষণের মতো নৃশংস কাজে সাহায্য করবে? তাহলে কি উনি বলতে চান বিজ্ঞাপনই সমাজের চালিকাশক্তি? শুধু বিজ্ঞাপন নয়, সত্যিই কি কোনও কিছুকে ধর্ষণের কারণ হিসেবে গণ্য করা যায়?

error: দুঃখিত!