মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর, ২০২০, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকিরের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট আলমগীর কবির ও মুন্সিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকিরের বাবা আলহাজ্ব শাহজাহান মিয়াজি (৮১) আজ সকালে মৃত্যবরণ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি মৃত্যুবরণ করেন। পরে জুমার নামায শেষে মরহুমের জানাজা দক্ষিণ কোর্টগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।