নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জ সদর-গজারিয়া অাসনের সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাসের অাশু সুস্থতা কামনা করে অাজ শুক্তবার জুমাবার মুন্সিগঞ্জ শহরের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া-মাহফিলের অায়োজন করা হয়েছে।
এছাড়া তার নির্বাচনী এলাকা সদর উপজেলা’র শিলই, অাধারা, বাংলাবাজার, পঞ্চসার, রামপাল ইত্যাদি জায়গা ও গজারিয়া’র ভবেরচর, বাউশিয়া, টেঙারচর, হোসেন্দী সহ জেলার টঙ্গীবাড়ী, শ্রীনগর, লৌহজং ও সিরাজদিখান উপজেলায়ও পৃথকভাবে মসজিদে মসজিদে দোয়া-মাহফিলের অায়োজন করেছে মুন্সিগঞ্জ জেলা তরুণলীগ।
জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান অামার বিক্রমপুর কে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এডভোকেট মৃণাল কান্তি দাস দীর্ঘদীন যাবৎ চোখের অসুখে ভুগছেন। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।