১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৫০
Search
Close this search box.
Search
Close this search box.
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবীতে শ্রীনগর প্রেস ক্লাবের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৯ মে, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১৯ মে) বেলা ১১ টায় প্রেস ক্লাবের সামনে শ্রীনগর প্রেস ক্লাবের সদস্যরা সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবী করে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করা হয়।

এসময় বক্তব্য রাখেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি শাহজাহান খান, যুগ্ন সম্পাদক রেজাউল করিম রয়েল, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহাবাৎ, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিব রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এসময় আরো উপিস্থিত ছিলেন, শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য উজ্জ্বল দত্ত, আরিফুল ইসলাম শ্যামল, অমিত খান, আমিনুল ইসলাম মাসুম, মোহন মোড়ল, নাজমুল খান সুজন সহ উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

error: দুঃখিত!