২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৯:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দৈনিক প্রথম আলো’র জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) রাত ৮ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত মুন্সিগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দীন মিলনায়তনে সাংবাদিকদের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনাটি সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক। দ্রুত সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত পরিকল্পিত মামলা প্রত্যাহার করতে হবে। এবং যারা রোজিনা ইসলামকে হেনস্তার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

এসময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ও তার সাথে ঘটা অমানবিক ঘটনার বিচারের দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের সাথে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ, শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, ভবতোষ চৌধুরী নুপূর, সিনিয়র সাংবাদিক রশিদ আল মামুন, মাহবুব আলম বাবু, সবুজ নিশান সম্পাদক আবু সাইদ সোহান, বর্তমান সহ সভাপতি গোলজার হোসেন, সহ সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ শিমুল, কোষাধ্যক্ষ তানজিল হাসান, দপ্তর সম্পাদক হাসান জুয়েল, ক্রীড়া সম্পাদক নাদিম হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা, কার্যকারি সদস্য মঈনউদ্দীন সুমন, বাছির উদ্দিন জুয়েল, একুশে টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান টিটু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সেতু ইসলাম, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি শেখ মোঃ রতন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, জাগোনিউজের জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, আমার বিক্রমপুরের চিফ রিপোর্টার শিহাব আহমেদ প্রমুখ।

error: দুঃখিত!