মুন্সিগঞ্জ, ১৯ মে, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মে) বিকাল ৫টার দিকে বিক্রমপুর টংগিবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বিক্রমপুর টংগিবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকরা।
কর্মসূচিতে বক্তারা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইয়াসমিনকে অবিলম্বে মুক্তি দিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় তারা আরও বলেন, রোজিনা ইয়াসমিনকে হেনস্থা ও লাঞ্ছনার মাধ্যমে সমস্ত সাংবাদিকদের হেনস্থা ও লাঞ্চিত করা হয়েছে। এই মিথ্যা মামলাদানকারী ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিক্রমপুর টংগিবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ব.ম শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক রনি শেখ, সদস্য খান আবু বকর সিদ্দিক, মোজফ্ফর হোসেন, বেলায়েত শাহিন। রিপোটার্স ইউনিটের সভাপতি ফিরোজ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, বিক্রমপুর টংগিবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল ফখরুদ্দিন, দপ্তর সম্পাদক সিহাদ দেওয়ান, আরিফ মোল্লা প্রমূখ।