৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
সাংবাদিক জসীম উদ্দীন দেওয়ানের মায়ের মৃত্যুতে দোয়া ও মিলাদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিন দেওয়ানের মা জরিনা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আজ দুপুরে মরহুমার বাড়িতে পারিবারিক আয়োজনে দোয়া ও  কুলখানি অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী ও হাফেজ মাওলানা মোহাম্মদ বদরুদ্দোজা।

গত সোমবার (৫ ডিসেম্বর) সকালে ব্রেইন স্ট্রোক করে সাংবাদিক জসীম উদ্দীন দেওয়ানের মা জরিনা বেগম (৭৯) মিরকাদিমের কাগজীপাড়া এলাকায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুর সময় তিনি ৮ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের ‍সিনিয়র সাংবাদিকবৃন্দ ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!