মুন্সিগঞ্জ, ২৪ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১২ লাখ টাকা অনুদান পেলেন ১৫ জন সাংবাদিক।
অনুদান প্রাপ্তরা হলেন- মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক মু. আবুসাঈদ সোহান, সুমন ইসলাম, ভবতোষ চৌধুরি নুপুর, শেখ মোহাম্মদ শিমুল, মাসুদ আহমেদ অর্ণব, নজরুল ইসলাম শেখ, মো: জুয়েল রানা, শেখ মোহাম্মদ রতন, সুজন পাইক, মো: মাসুদ রানা, রাজিবুল হাসান জুয়েল, রশীদ আহম্মদ, নজরুল ইসলাম ছোটন ও প্রয়াত শেখ আলী আকবরের স্ত্রী আছমা বেগম।
এর মধ্যে গত ১০ জুলাই সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে চেক গ্রহণ করেন সাংবাদিক সুমন ইসলাম।
এ বিষয়ে সাংবাদিক সুমন ইসলাম বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সারাদেশের সাংবাদিকদের অর্থ সহযোগিতা দিচ্ছে, এটি একটি ভালো উদ্যোগ। আর আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে চেক গ্রহণ করতে পেরে অনেক আনন্দিত ও খুশি হয়েছি।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. আবুসাঈদ সোহান বলেন, সংবাদকর্মীরা সবসময় অবহেলিত ও বঞ্চিত। বেশীরভাগ সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করেন। তা সত্ত্বেও তারা তাদের লেখনীর মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দেশের সাংবাদিকদের জন্য একটি বড় পাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করেছেন। তার এ অবদানের জন্য মুন্সিগঞ্জ সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সাধারণ সম্পাদক বলেন, মুন্সিগঞ্জের সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নসহ সাংবাদিকদের ব্যক্তিগত সহযোগিতার জন্য আমরা সবসময় কাজ করি। তিনি বলেন, অনুদানের বিষয়টি চলমান প্রক্রিয়া। আগামীতেও সাংবাদিকরা আরো অনুদান পাবেন।
অনুদান প্রাপ্তিতে সহযোগিতার জন্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরাম ঢাকা এর সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. আবুসাঈদ সোহান।