মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ও মুন্সিগঞ্জের ঐত্যিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেছেন, সর্ব্বোচ্চ ত্যাগ ও সর্বশক্তি প্রয়োগ করে হলেও মুন্সিগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থী মৃণাল ভাইকে পাশ করিয়ে আনবো।
সোমবার (২৪ ডিসেম্বর) শহরের কোর্টগাও এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বাসার সামনে নির্বাচনী উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন।
এসময় সেখানে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
নৌকা মার্কা নিয়ে নির্বাচিত মুন্সিগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ফয়সাল তার বক্তব্যে আরও বলেন, ‘আমার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো, প্রতীক পেয়ে প্রচারনাও করেছিলো কিন্তু বৃহত্তর স্বার্থে আমার সিদ্ধান্তে আজ থেকে তিনি নির্বাচন থেকে সরে দাড়ালেন।’
মেয়র বিপ্লব আরও বলেন, আমাদের ব্যাক্তির উপর দুঃখ-অভিমান থাকতে পারে। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকার উপর আমাদের কোন রাগ-অভিমান থাকতে পারে না্। তাই আমরা ঘড়ে ঘড়ে গিয়ে নৌকার ভোট নিশ্চিত করবো। বিএনপি যদি ভোটবিপ্লব সৃষ্টি করে আমরা ভোটসুনামি সৃষ্টি করবো’
মেয়র বিপ্লবের বক্তব্যের ভিডিওঃ
উঠোন বৈঠকে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস প্রমুখ। উঠোন বৈঠক শেষে মুন্সিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে তারা র্যালী করেন। র্যালীতে বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।