৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:১৮
Search
Close this search box.
Search
Close this search box.
সরকার পতনের ১৪ দিনের মাথায় সকল ক্ষমতা হারালো মহিউদ্দিন পরিবার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট ২০২৪, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

আওয়ামী লীগ সরকার পতনের ১৪ দিনের মাথায় নিজেদের সকল ক্ষমতা হারিয়েছে মুন্সিগঞ্জের আলোচিত মহিউদ্দিন পরিবার। এই পরিবারের দখলে থাকা জেলা পরিষদ, মুন্সিগঞ্জ পৌরসভা, সদর উপজেলায় এখন আর তারা নেই।

এছাড়া মিরকাদিম পৌরসভার মেয়র ও জেলার ৬টি উপজেলার চেয়ারম্যানরাও তাদের পদ হারিয়েছেন।

আজ সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিনের ছোট ভাই আনিস উজ্জামান, মহিউদ্দিনের পুত্র ফয়সাল বিপ্লব গেল ৫ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ছিলেন আর বিপ্লবের স্ত্রী চৌধুরী ফাহরিয়া আফরিন ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র।

মহিউদ্দিন পরিবার নিয়ে আমাদের প্রতিবেদন: পরিবারনামা: পালিয়েছেন মহিউদ্দিন-বিপ্লব-আনিস-ফাহরিয়া-সোহানা

অন্যদিকে মিরকাদিম পৌরসভায় মেয়র ছিলেন নৌাকা মার্কা নিয়ে নির্বাচিত আব্দুস সালাম, গজারিয়া উপজেলায় চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ, টংগিবাড়ীতে চেয়ারম্যান ছিলেন আরিফ হালদার, লৌহজংয়ে চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব, সিরাজদিখানে চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন মৃধা, শ্রীনগরে চেয়ারম্যান ছিলেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!