৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:২৭
Search
Close this search box.
Search
Close this search box.
সরকার পতনের ‘একদফা’ দাবিতে মুন্সিগঞ্জে বিএনপির পদযাত্রা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জুলাই ২০২৩,  নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

সরকার পতনের ‘একদফা’ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে পুরনো ফেরিঘাট সড়ক প্রদক্ষিণ করে পঞ্চসার মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এর আগে পান্না সিনেমা হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ইরাদত মানু, লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান খান, সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম ও সাবেক সভাপতি মমিন আলী প্রমুখ।

গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন প্রাথমিক কর্মসূচি হিসেবে ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন। পরের দিনও ঢাকায় হবে একই কর্মসূচি।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!