১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:০২
Search
Close this search box.
Search
Close this search box.
সরকারি হরগঙ্গা কলেজে পুরস্কার বিতরণীতে শিল্পী ফেরদৌস ওয়াহিদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হরগঙ্গা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল আজ বৃহস্পতিবার।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জের কৃতি সন্তান ও দেশ বরেণ্য পপ সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা। এতে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক মো. সফিকুল ইসলাম। প্রধান অতিথির সম্মানে বিশেষ মানপত্র পাঠ করেন শিক্ষক পরিষদের সম্পাদক সিদ্ধার্থ শংকর বিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথির জীবন ও কর্মের ওপর নির্মিত সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন শেষে কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় কলেজের শিক্ষার্থীরা কবিতা, গান ও নৃত্য পরিবেশন করে।

প্রধান অতিথির ভাষনে ফেরদৌস ওয়াহিদ সুস্থ ধারার সঙ্গীত চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সঙ্গীত ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগের সাথে অনুশীলন করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘একজন শিল্পীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার নৈতিকতা। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

বক্তৃতার শুরুতে তিনি স্বাধীনতা উত্তর সময়ে তাঁর শিল্পী হয়ে ওঠার পেছনের গল্প ও ইতিহাস তুলে ধরেন।

error: দুঃখিত!