মুন্সিগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
`সময় পেলেই কোরআন শরিফ পড়ি। অর্থ বোঝার চেষ্টা করি। ইসলাম সততা, সাম্য মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম ধর্ম মানুষের প্রতি মানবিক হতে শেখায়।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
গতকাল শনিবার (১৬ অক্টোবর) মুন্সিগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দাওয়াতে ইসলামি মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি মাদ্রাসার জন্য ৫ লাখ টাকা ও মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা ও একটি গভীর নলকূপ স্থাপনের ঘোষণা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শিক্ষা বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। জামিয়াতুল মদিনা নিগরান মাওলানা মনোয়ার মাদানি, জেলা দাওয়াতে ইসলামির সভাপতি মাইন উদ্দিন আত্তারী, জেলা পরিষদের সদস্য আরিফুুর রহমান, গোলাম রসূল সিরাজী রোমান, ইউপি সদস্য সরদার রুবেল প্রমুখ।