মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে সম্প্রীতি সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
এসময় সম্প্রীতি সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ হতে স্থানীয় এক কলেজ শিক্ষার্থীর পরিবারকে চিকিৎসার জন্য ৭০ হাজার টাকা অনুদান দেয়া হয়। এছাড়াও স্থানীয় এক চক্ষু রোগীকে ১ মাসের ঔষধ তুলে দেয়া হয় এবং পরে অর্ধশতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সোহেল, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা রানু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন, আধারা ইউপি সদস্য সুরুজ মিয়া।