পরকীয়া, সেকি প্রেম, নাকি প্রণয়! নাকি শুধুই গোপন অবৈধ আকর্ষণ! টানাপড়েন, যন্ত্রণা, লুকোচুরি, লুকোছাপা- তিক্ততায় মোড়ানো নিষিদ্ধ সুখ। পরকীয়া মানে নিষেধে ভরা একটি ভুল সম্পর্ক। একজন মনোবিদের অভিজ্ঞতা থেকে এমনটা বলাই শ্রেয় মনে করছি।
এ প্রণয় কাঁটায় কাঁটায় ভরা। যেখানে ধর্ম, বর্ণ, বড়, ছোট এমনকি সামাজিক দায়বদ্ধতা কোন কিছুই যেন বাধা হয়ে দাঁড়ায় না। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘিতে।
সেখানে মাত্র তিন বছর বয়সের শিশুকন্যাকে ঘুমিয়ে রেখে মা স্বপ্না রানী বর্মণ পরকীয়ার টানে রাব্বী নামে এক মুসলিম যুবকের হাত ধরে পালিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বিপুল চন্দ্র বর্মণ রাব্বীসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ফজলুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের স্বপ্না রানীর সঙ্গে ৪-৫ মাস আগে থেকেই সম্পর্ক গড়ে উঠে পাশের রাব্বীর সঙ্গে। যার ফলে গত সোমবার ভোর রাতে একমাত্র কন্যা সন্তান প্রিয়াঙ্কাকে ঘুমিয়ে রেখে স্বপ্না রাব্বীর হাত ধরে পালিয়ে যায়।