আগামী ৩১শে মার্চ মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।
ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের কিভাবে উপস্থিত করা যায় সে বিষয়ে করণীয় কি হতে পারে সে ব্যাপারে আলোকপাত করা হয়েছে এই বর্ধিত সভায়।
সাধারণ ভোটারদের অংশ গ্রহণ, ইভিএম ব্যাবহার, ভোটাররা যেন ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করে এ বিষয়ের উপর আলোচনা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ২টা থেকে আরম্ভ হয়ে বিকাল ৫টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ ভবনের অডিটরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব মোঃ আফসার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সদর থানা আওয়ামী লীগের সাধারণ সামছুল কবির মাষ্টার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলায় দলীয় প্রার্থী, জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুজ্জামান (আনিছ), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক এড. সোহানা মহিউদ্দিন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল (বিপ্লব), জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ-আলম মল্লিক, চরকেওয়ার ইউপির চেয়ারম্যান আক্তার উজ জামান জীবন, বাংলাবাজার ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন পীরসহ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ ও সদর থানা আওয়ামী নেত্রীবৃন্দ।