মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের একটি বাড়ি থেকে শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এ সময় বাড়ির মালিক মো. মামুনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে অভিযান শুরু হয় মোল্লাকান্দি ইউনিয়নে।
রাত ২টার দিকে আমঘাটা গ্রামে মামুনের বাড়িতে এসব ককটেলের সন্ধান পায় পুলিশ। ধারনা করা হচ্ছে অাসন্ন মোল্লাকান্দি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এসব ককটেল মজুদ করা হয়েছিলো।
জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনার সত্যতা জানান, রাত সাড়ে ৩টায় অভিযান শেষ হয়েছে।
আগামী ২৮ মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোল্লাকান্দি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে।