৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:১৬
সত্যিই বিয়ে করছেন হ্যাপি?
খবরটি শেয়ার করুন:

সারাদেশে কম আলোচনা-সমালোচনা হয়নি মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে। এ কথা সবারই জানা যে খেলোয়ার রুবেল ও হ্যাপি কাহিনী। কিন্তু এবার যে তার আপন ছোট বোন শারমিন আক্তার পপি আবারও হ্যাপিকে আলোচনায় নিয়ে আসলেন। হ্যাপি নাকি বিয়ে করছেন? আজ এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন পপি। তবে সেটি আবার মুছেও ফেলেছেন।

এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে কেউ একবার কোন কিছু দিয়ে ফেললে সেটি কি আর মুছে ফেলা যায়? যায় না। তাই স্কিন সট দিয়ে রাখা সেই স্ট্যাটাসটি আবারও ঝড় তুলে ফেলল। তবে সত্যিই হ্যাপি বিয়ে করছেন কিনা তা জানার জন্য প্রিয়.কমকে ফোন দেয়া হয়। কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এখন দেখা যাক হ্যাপির ছোট বোনের কথাই সত্যি হয় কিনা?

error: দুঃখিত!