১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
সকল অবাঞ্ছিত ই-মেইল আপডেট থেকে মুক্তি নিন মাত্র কয়েক ক্লিকে !
খবরটি শেয়ার করুন:

(আমার বিক্রমপুর.কম)আপনি কি আপনার ইমেইল ইনবক্সে নিয়মিত বিভিন্ন প্রোমোশনমূলক অবাঞ্ছিত নিউজলেটার পেয়ে থাকেন? আপনি কি এসব অনাকাঙ্ক্ষিত ই-মেইল আপডেট থেকে মুক্তি চান? তবে আপনার জন্যই আমাদের আজকের টিউটোরিয়াল। আজ আমরা শিখব, কিভাবে মাত্র কয়েক ক্লিকেই সকল অবাঞ্ছিত ইমেইল সাবস্ক্রিপশনগুলোকে Unsubscribe করা যায়।

তবে প্রথমেই জেনে নেয়া যাক, কেন আপনি এসব অবাঞ্ছিত ই-মেইল আপডেট পেয়ে থাকেন? আমরা যারা নিয়মিত বিভিন্ন কাজে নানা ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করে থাকি। তাঁরা লক্ষ্য করে থাকবেন রেজিষ্ট্রেশনের সময় আমাদেরকে ইমেইল সাবস্ক্রিপশন করতে নানাভাবে উদ্বুদ্ধ অথবা বাধ্য করা হয়। আর সে কারণেই পরবর্তীতে আপনি পেয়ে থাকেন সেইসব অবাঞ্ছিত ইমেইল আপডেট। কিন্তু কিভাবে এসব ইমেইল সাবস্ক্রিপশন থেকে মুক্তি নিবেন চিরতরে। সাধারনত, ওইসব প্রতিটা ইমেইলে Unsubscribe লিংক দেয়া থাকে। অর্থাৎ ইমেইল নিউজলেটারগুলো থেকে আনসাবস্ক্রাইব করতে আপনাকে পৃথক পৃথকভাবে Unsubscribe লিংক ইউজ করতে হবে। যা সত্যিই অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর। কিন্তু আপনি চাইলে সহজেই সব অনাকাঙ্ক্ষিত ই-মেইল আপডেটগুলো থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন Unroll.me নামের একটি ফ্রি অনলাইন টুলস ব্যবহার করে।

সকল অবাঞ্ছিত ই-মেইল সাবস্ক্রিপশন থেকে নিজেকে Unsubscribe করার পদ্ধতি

  • Unroll.me হলো একটি ফ্রি অনলাইন টুলস যার মাধ্যমে আপনি সহজেই আপনার ই-মেইল সাবস্ক্রিপশনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন সহজেই। এজন্য প্রথমেই ভিজিট করুন www.unroll.me

unroll homepage
Image Source: shockied.com

  • রেজিস্ট্রেশন করার জন্য ক্লিক করুন Get Started Now বাটন।

get started now
Image Captured By Maruf

  • আপনার ই-মেইল ঠিকানা লিখুন এবং I agree to the terms and the privacy policy লেখায় টিক দিয়ে Continue বাটন ক্লিক করুন।

registration email
Image Captured By Maruf

  • এবার আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে এবং Unroll.Me অ্যাপস অনুমতি চাইবে আপনার মেইল নিয়ন্ত্রণ করার জন্য। Allow বাটনে ক্লিক করুন। ভয় নেই ! অ্যাপসটি আপনার মেইলের সিকিউরিটি সংক্রান্ত কোন তথ্য যেমনঃ পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করতে পারবেনা। তাছাড়া নিউইয়র্ক টাইমসের মতো বিশ্বস্ত বেশ কিছু অনলাইন মিডিয়ায় রয়েছে Unroll.Me নিয়ে ইতিবাচক রিভিউ।

allow access
Image Captured By Maruf

  • Continue To Next Step বাটন ক্লিক করুন।

continue
Image Captured By Maruf

  • এবার আপনি পেয়ে যাবেন একটি কন্ট্রোল প্যানেল ! যেখানে আপনি দেখতে পাবেন কোন সাইটেগুলোর ইমেইল সাবস্ক্রিপশন চালু রয়েছে আপনার মেইলে এবং প্রতিটার ডান পাশে আপনি Unsubscribe লিংক পাবেন। যেসব ইমেইল সাবস্ক্রিপশন আপনি বন্ধ করতে চান। সেগুলোর Unsubscribe বাটন ক্লিক করুন। সবশেষে Continue বাটন ক্লিক করুন !

continue
Image Captured By KAKON

error: দুঃখিত!