সানিয়াৎআব্দুল্লাহঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড় পুকুর পাড়ের বালুর মাঠে কোরবানী গরুর হাটের সর্বোচ্চ দরদাতা হয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই আলহাজ্ব মহিউদ্দিন। মহিউদ্দিন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি। মহিউদ্দিন এ হাটে ৭৫ লাখ ৬৫ হাজার টাকার সিডিউল ড্রপ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটের ইজারা পান। তবে তিনি বা তার কোন প্রতিনিধি ইজারা ঘোষণার সময় উপস্থিত ছিল না।
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড় পুকুর পাড়ের বালুর মাঠে কোরবানী গরুর হাটের সিডিউল ড্রপ করার শেষ সময় ছিল দুপুর ১টা পর্যন্ত । আর সিডিউল ড্রপ করার স্থান নির্ধারণ ছিল ডিসি অফিস , এসি ল্যান্ড অফিস ও উপজেলা পরিষদ। আলহাজ্ব মহিউদ্দিনের সিডিউল ড্রপ করা হয় এসি ল্যান্ড অফিসে।
এদিকে দ্বিতীয় দরদাতা হয়েছেন শাহীন রেজা কাজল। তিনি ৬৮ লাখ ৭ হাজার ৭শ’ টাকার সিডিউল ড্রপ করেছেন। আর তৃতীয় দরদাতা হয়েছেন আ: লতিফ। তিনি ৬৫ লাখ ২০ হাজার টাকার সিডিউল ড্রপ করেন। মুন্সীগঞ্জের সর্ব বৃহৎ কোরবানীর হাট হচ্ছে জোড় পুকুর পাড়ের বালুর মাঠ। এই হাটের দিকে রাজনীতিবিদদের নজর থাকে একটু বেশি।
বিকেল ৩টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা কয়েকজন দরদাতাদের সামনে এই সিডিউলের ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আল মাহমুদ বাবু ও শাহীন রেজা কাজল।
গত বছর এ হাট নিয়ে ছিল পঞ্চসার আ’লীগের সভাপতি আলমগীর হোসেন।