১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৫৩
সংসদ নির্বাচন; আমার বিক্রমপুরে প্রকাশিত সংবাদই সত্যি হলো
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৩, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

গেল ২৪ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সম্ভাব্য প্রার্থীদের নামসহ সংবাদ প্রকাশ করেছিলো আমার বিক্রমপুর।

আজ রোববার (২৬ নভেম্বর)  চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে আমার বিক্রমপুরে প্রকাশিত সংবাদের সাথে মিলে গেছে।

প্রকাশিত সংবাদগুলোর লিংক:

মুন্সিগঞ্জ ১ আসনে নৌকা পাচ্ছেন মহিউদ্দিন আহমেদ

ষষ্ঠবারের মত মুন্সিগঞ্জ ২ আসনে নৌকা পাচ্ছেন সাগুফতা ইয়াসমিন এমিলি

টানা তৃতীয়বারের মত মুন্সিগঞ্জ ৩ আসনে নৌকা পাচ্ছেন মৃণাল কান্তি দাস

গেল ২৪ নভেম্বর প্রকাশিত ৩টি পৃথক সংবাদে বলা হয় মুন্সিগঞ্জ ১ আসনে মহিউদ্দিন আহমেদ, ২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি ও ৩ আসনে মৃণাল কান্তি দাস আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন।

রোববার বিকালে রাজধানী ঢাকাস্থ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সিগঞ্জের ৩টি আসনে এই ৩জনের নামই ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তারা হলেন, মুন্সিগঞ্জ ১ আসনে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ ২ আসনে ষষ্ঠবারের মত সাগুফতা ইয়াসমিন এমিলি ও মুন্সিগঞ্জ ৩ আসনে তৃতীয়বারের মত মৃণাল কান্তি দাস।

error: দুঃখিত!