মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার নির্বাচনী প্রচারণা করেছেন।
আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক কর্মী-সমর্থক নিয়ে দুই ঘন্টাব্যাপী মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে সুপারমার্কেট হয়ে লিচুতলা পর্যন্ত গিয়ে পুনরায় পায়ে হেটে হাটলক্ষীগঞ্জ পর্যন্ত তিনি এই প্রচারণা করেন।
এসময় কাউন্সিলর প্রার্থী নার্গিস আক্তার আগামী ৩০ জানুয়ারি, শনিবার ভোটারদের কাছে ‘আনারস’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগ এর সভাপতি আল মাহমুদ বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম প্রমুখ।