মুন্সিগঞ্জ, ১১ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ।
গতকাল শনিবার (১১ জুলাই) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর, ইমার্জেন্সী বিভাগ, ইনডোর ঘুরে দেখেন। এছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল হককে সাথে নিয়ে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় শেষে কোভিড-১৯ মহামারী কালীন সময়ে হাসপাতালটির স্বাস্থ্যসেবা বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।