১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩৫
শ্রীনগর ষোলঘর ইউনিয়ন আওয়াামী লীগের সম্মেলনে সভাপতি রুনু, সাধারণ সম্পাদক উজ্জ্বল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম রুনু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ষোলঘর ইউনিয়ন যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি মনিরুল ইসলাম উজ্জ্বল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, এডভোকেট আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা আজিজুল ইসলাম, সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আলমগীর, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে এডভোকেট মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে মাহবুবুল আলম রুনু সভাপতি ও শাহজালালকে পরাজিত করে মনিরুল ইসলাম উজ্জ্বল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

error: দুঃখিত!