১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগর কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর

১৫ ই জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় শ্রীনগর কলেজের ক্যাম্পাস থেকে র‌্যালীটি বের হয়ে শ্রীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্তরে এসে শেষ হয়।

পরে কলেজ ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম লিমনের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শামীম হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স, সহ সভাপতি সাদ্দাম হোসেন নিরব, সহ সভাপতি আবির হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রহমান মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ, কুকুটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোজাহিদুল ইসলাম বায়েজিদ, রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব, পাটাভোগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইভান, আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরিফ হোসেন, শ্যামসিদ্ধি ইউনিয়ন ছাত্রলীগ নেতা অনিক দেওয়ান, কলেজ ছাত্রলীগ নেতা নিশাত, প্রিতম, তাওমীদ প্রমুখ।

 

error: দুঃখিত!