মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে সবুজ কুঁড়ি বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ফিনল্যান্ড প্রবাসী ও স্থানীয় সদস্যদের আর্থিক সহযোগিতায় বুধবার বিকালে উপজেলার ভাগ্যকুল বাজারের জনকল্যাণ কার্যালয়ে ৬২টি পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
সবুজ কুঁড়ি বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম উজ্জ্বলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সম্মানিত উপদেষ্টা মামুন কবির, উপদেষ্টা জি এম খালিদ, উপদেষ্টা রিয়াজুল ইসলাম লাভলু, সহ সভাপতি রিমু কাজী, সহ সভাপতি কে.এম রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামিম হোসেন, প্রচার সম্পাদক হাসান রহমান, দপ্তর সম্পাদক আসিফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক সুদীপ্ত শাহা বাধন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন ও কার্যকরী সদস্য মোঃ নাঈম প্রমুখ।