১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৭:২৪
শ্রীনগরে র‌্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ জুলাই, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে মো. শাওন বেপারী (২০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত পৌণে ৮ টায় উপজেলার উত্তর কামারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি শাওন ওই গ্রামের শামসুল বেপারীর ছেলে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কামারগাঁও গ্রামের দেলোয়ার খানের বাড়ির সামনে থেকে শাওনকে ১০০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

মাদক কারবারি শাওনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।