মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২২, আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে মুক্তির উৎসব ও সুর্বণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠান হয়েছে।
আজ বুধবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা বনবীথি চত্বরে আয়োজিত মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত ১৭ তারিখ সকালে উপজেলা প্রশাসন সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করে। মেলায় ২৫টি স্টলে মোট ৭৫টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়।
প্রদর্শনী মেলায় প্রথম হয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, যুগ্নভাবে দ্বিতীয় হয়েছে উপজেলা কৃষি অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস এবং তৃতীয় হয়েছে যৌথভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও শ্রীনগর জোনাল অফিস, মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বনবীথি চত্বরে ইউএনও প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।