১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন সামছুন নাহার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

তৃতীয় ধাপে মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন প্রজাপতি প্রতীকের প্রার্থী মোসা. সামছুন নাহার (সুমি)।

৩৭ হাজার ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে ফিরুজা বেগম পেয়েছেন ৩০ হাজার ১৩৭ ভোট।

গতকাল বুধবার (২৯ মে) শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।

অন্য দুই প্রার্থীদের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে মর্জিনা বেগম ২২ হাজার ৯৩৪ ভোট ও হাঁস প্রতীক নিয়ে রেহানা বেগম পেয়েছেন ২৪ হাজার ৮৫৩ ভোট।

সিরাজদিখান উপজেলায় ৯৩ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৩৫৮ জন। এখানে ভোট দিয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৬৪। বাতিল হয়েছে ৪ হাজার ৮১৪ ভোট। ভোট পড়েছে ৪৬ দশমিক ৭৭ শতাংশ।

error: দুঃখিত!