মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইট বোঝাই বেপরোয়া মাহিন্দ্র ট্রলির চাপায় অর্ণব (১৩) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর চকবাজারে আল মুসলিম কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনে এই ঘটনা ঘটে। মাহিন্দ্র ট্রলিটি শ্রীনগর থানা পুলিশ আটক করে।
অর্ণব শ্রীনগর সদর ইউনিয়নের গাজাল হাঁটির মো. মিজানুর রহমানের পুত্র। সে পাইলট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, শ্রীনগর চকবাজার এলাকায় ইট বোঝাই একটি মাহিন্দ্রা অর্ণবকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রা চালক উপজেলার শ্যামসিদ্ধির আল-আমিন। আহত অর্ণবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভ্যারাইটিজ ষ্টোরের কর্মচারী জানান, মাহিন্দ্রাটি ওই ছাত্রকে চাপা দিয়ে দোকানের বেড়ার একাংশ ও একটি টিউবওয়েল ভেঙে ফেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রহলাদ কৃষ্ণ বর্মণ বলেন, আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, মাহিন্দ্রাটি আটক করা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।