মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে ডক্টর’স হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার দেউলভোগে বাজার শ্রীনগর থানা সংলগ্ন ডক্টর’স হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর মেডিসিন বিভাগের আই এম ও ডাঃ এস এম রাশেদুল হাসান রাশেদের পরিচালনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্প চলাকালীন সময়ে ডায়াবেটিস রোগীদের ফ্রি ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে ডাঃ রাশেদ জানান, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে।
তিনি এসময় জানান, আগামি সোমবার ২৩-১১-২০২০ মহিলাদের ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু মুখে ক্যান্সার সনাক্ত করনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। রোগি দেখবেন গাইনী বিশেষজ্ঞ ডা শারমিন সুলতানা।