মুন্সিগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসূত্রে গাঁথা” শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২১’র উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার শুভ উদ্বোধন করেন কর্মসূচির প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণব কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, কৃষি অফিসার শান্তনা রানী, পিআইও অফিসার আশেকুর রাহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকী, সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উপজেলার ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উক্ত মেলায় তাদের মেধা বিকাশের জন্য আবিস্কৃত উদ্ভাবন পদর্শন করেন। এর আগে শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরির্দশন করেন ডিসি কাজী নাহিদ রসুল।