১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:০৫
শ্রীনগরে বাস খাদে: নিহত ১, আহত ২০
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের ঢাকা – মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার সমেষপুর নামক স্থানে সকাল ৮ টার দিকে আপন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায় ।

ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী আপন পরিবহনের যাত্রীবাহী বাসটির চাকা পানচার হয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে বেশ কয়েক বার পল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পরে যায় । এসময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক(২২) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আপন পরিবহনের বাস নম্বার ঢাকা মেট্রো ব- ১৪-২৫৩০ এর ২০ জন আরহী আহত হয় । ফায়ার সার্ভিস এর ২ টি ইউনিট ঘটনা স্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়েছে ।

হাসাঢ়া হাইওয়ে পুলিশ ফাড়ী ইর্ন্চাজ সার্জেন্ট মো; হাসান জানান, সকালে আপন পরিবহনের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে । আহত হয়েছে বেশ কয়েক জন আরহী । ফায়ার সার্ভিস এর  দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে । ১ যুবক নিহত হয়েছে।

error: দুঃখিত!