২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:৫০
শ্রীনগরে বাউল শিল্পী নবীন দেওয়ানের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাউল শিল্পী মো. নবীন দেওয়ান (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

গতকাল বুধবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নবীন দেওয়ান উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝাপুটিয়া গ্রামের আব্দুল আলীর পুত্র। স্থানীয় বাউল শিল্পী হিসেবে নবীন দেওয়ান ব্যাপক সুনাম অর্জন করে গেছেন।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে বাউল শিল্পী নবীন দেওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দ রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

error: দুঃখিত!