৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে বন্যায় প্লাবিত এলাকা পরির্দশনে অতিরিক্ত সচিব রওশন আরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ জুলাই, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বন্যা কবলিত এলাকা পরির্দশন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে উপজেলার ভাগ্যকুল, বাঘড়া ও রাঢ়ীখাল এলাকার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।

এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন অতিরিক্ত সচিব রওশন আরা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. কুদ্দুস বুলবুল, শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ।

error: দুঃখিত!