৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকার চাপায় এক নারীর (৪৭) মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার কোনও পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে পথচারী পারাপারে ফুটওভার নির্মাণের দাবীতে প্রায় ৩০ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করেন।

জানা যায়, অজ্ঞাত ওই নারী রাস্তা পারাপার হওয়ার সময়ে ঢাকা গামী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ জানান, ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ শান্ত আছে।

error: দুঃখিত!