মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে অক্ষম একজন নিরপরাধ ব্যক্তি কে ফাঁসানোর অভিযোগ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দিবাগত রাতে শ্রীনগর থানার বাঘরা ইউনিয়ন থেকে স্থানীয় মেম্বার সালাম অর্থের বিনিময়ে এস আই আরিফ এর মাধ্যমে একজন অস্র ব্যবসায়ী কে নিয়ে আবুল কালাম কে গ্রেফতার করে।
অাবুল কালাম গত ৪ এপ্রিল ৫ বছর কারাভোগ করে জামিনে বের হয়। এবং ১ মামলায় খালাস পায়।
যে মামলায় কালাম খালাস সে মামলায়ই তাকে পুলিশ পলাতক আসামি করে গ্রেফতার করে।
এলাকাবাসী জানায়, আবুল কালাম একজন প্রতিবন্ধী। তার এক হাত নাই, দুই পায়ের রগ নাই। শরীরে কাটা চিন্হের দাগ, সালাম মেম্বার আর তার ছেলে শাহীন পুলিশকে টাকা দিয়ে তাকে গ্রেফতার করায় এবং অস্র উদ্ধারের নাটক সাজায়।
এলাকাবাসী জানায়, যার হাত নাই সে কি করে অস্র রাখে, চেয়ারম্যান নুরুল ইসলাম ও অাজীবন সাজাপ্রাপ্ত আসামি অস্র ব্যাবসায়ী আলম অর্থের বিনিময়ে এ ঘটনা ঘটায় বলে এলাকাবাসীর দাবি।