৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:১১
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে পাল সম্প্রদায়ের পাশে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ এপ্রিল, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পাল সম্প্রদায়ের পাশে দাড়িয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।
গতকাল (২৪ এপ্রিল) শনিবার দুপুরে তিনি উপজেলার তন্তর ইউনিয়নের পাল বাড়ি পরিদর্শন করেন। তিনি বলেন করোনা মোকাবেলায় কর্মহীন পরিবাকে খাদ্য, অর্থ প্রয়োজনে তাদের কর্মসংস্থান করে দেওয়া হবে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।
পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট মৃৎশিল্পীদের হাতে তুলে দেন।  এর আগে গত ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকাসহ অনলাইন পোর্টালে “শ্রীনগরে করোনায় মৃৎলিল্পীদের স্বপ্ন ভঙ্গ” শিরোনামে প্রতিবেদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় ডিসি মনিরুজ্জামান তালুকদার তন্তর গ্রামের অসহায় পাল পরিবারগুলোর সার্বিক খোঁজ খবর নিতে ওই বাড়িতে উপস্থিত হন। পরে তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্রাহ্মণখোলা কবরস্থান পর্যন্ত একটি মাটির রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন ডিসি মনিরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন এডিসি মো. নোমান হোসেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসার আশেকুর রহমান, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু রেজওয়ান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখ প্রমুখ।
error: দুঃখিত!