১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:১৯
শ্রীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

আরিফ হোসেনঃ শ্রীনগরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ সবুজ হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সবুজ হাটি গ্রমের আসাদুল ইসলামের শিশু কন্যা দিয়া আক্তার (৫) ও একই গ্রামের প্রতিবেশী এমদাদ হোসেনের শিশু পুত্র মোঃ সামির (৬) সকাল ১০টার দিকে পুকুরের পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুজির পর বেলা ১১টার দিকে পুকুর ঘাটে তাদের সেন্ডেল পরে থাকতে দেখে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

error: দুঃখিত!