মুন্সিগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বেজগাঁও বেবী স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এ সভার আয়োজন করা হয়।
পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রায়হান মাহমুদ মিথুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, উপজেলা যুবলীগের সদস্য সোহেল রাজ, স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসম্পাদক শেখ মোঃ মহসিন রেজা, বীরতাঁরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, পাটাভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাছুম প্রমুখ।